বাস-প্রাইভেট কার-মোটরসাইকেল মুখোমুখি, মুহুর্তেই প্রাণ গেল ৭ জনের

সারাদেশ ডেস্ক
কক্সবাজার ভিশন ডটকম
গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুুখী সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
আজ শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে কাশিয়ানি সড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।