মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ উল্লাহকে দুদকে তলব

ফারুক ইকবাল, মহেশখালী
কক্সবাজার ভিশন ডটকম
মহেশখালীতে সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা জমির মালিকদের থেকে ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়ার দূর্নীতির প্রমাণ পাওয়ায় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তিনি নির্ধারিত সময়ে দুদকে হাজির হননি।
ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ভোগ দখলে রেখে অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগে এই নোটিশ দিয়েছে দুদক।
গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের দুদক কার্যালয়ে চেয়ারম্যানের হাজির হওয়ার জন্য কথা থাকলেও তিনি হাজির হননি।
নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত মামলা সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান মোঃ উল্লাহর কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে মর্মে নোটিশে উল্লেখ করা হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, গত ১৮ জানুয়ারি ওই অভিযোগের ভিত্তিতে কক্সবাজারে দুদকের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি প্রমাণাদি নিয়ে হাজির হননি।
এ বিষয়ে মাতারবাড়ির চেয়ারম্যান মোঃ উল্লাহর বক্তব্য জানার চেষ্টা করা হলে জানা যায়, তিনি দুদক থেকে সময় নিয়েছেন ৷