আনছার হোসেন
কক্সবাজার ভিশন ডটকম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সাবেক প্রধান সহকারী (হেডক্লার্ক) মরহুম নুরুল হক ওরফে কালা মিয়ার স্ত্রী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হকের মা জয়নাব বেগম আর নেই। তিনি মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উত্তর নুনিয়াছড়া বড় কবরস্থানের সামনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
জয়নাব বেগম দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে মারা গেলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য নাতী-নাতনী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
স্থানীয়দের মতে, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, বিদুষী ও রত্নগর্ভা এক মহিলা। তার গর্ভে এসেছেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন কলেজ শিক্ষক ছেলে।
উল্লেখ্য, তাঁর ৪ ছেলের মধ্যে বড় ছেলে জয়নাল আবেদীন ওরফে জালাল দীর্ঘদিন আগে মারা যান। পরে তার স্বামী বনবিভাগের কর্মচারী নুরুল হকও মারা যান। বর্তমানে জীবিত থাকা ৩ ছেলের মধ্যে মেঝ ছেলে মাহবুবুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ছোট ছেলে শহিদুল হক কাজল রামু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। এছাড়াও সেঝ ছেলে এনামুল হক একজন ব্যবসায়ী। মেয়েদের মধ্যে সবাই গৃহিনী।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/77450.php
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com