আনছার হোসেন
কক্সবাজার ভিশন ডটকম
করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) রোগীদের পরবর্তী স্বাস্থ্য জটিলতা শনাক্তকরণ ও চিকিৎসা সেবা দিতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চালু হয়েছে ‘পোষ্ট কোভিড ক্লিনিক’।
এই ক্লিনিকের সমন্বয়কারি ও কক্সবাজার মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক (মেডিসিন) ডাঃ আবু মোহাম্মদ শামশু উদ্দিন জানান, দেশের অন্য হাসপাতালগুলোর মতো কক্সবাজার জেলা হাসপাতালেও পোষ্ট কোভিড ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার পর সুস্থ হওয়া রোগীদের জটিলতা শনাক্তকরণ করে চিকিৎসা সেবা দেয়া হবে।
তিনি জানান, গবেষণায় দেখা গেছে- কোভিড আক্রান্ত রোগীরা করোনামুক্ত হওয়ার পরও শ্বাসকষ্ট, কাঁশি, নিদ্রাহীনতা, শারিরিক দুর্বলতাসহ বিভিন্ন ধরণের দীর্ঘমেয়াদী উপসর্গে ভোগেন। এই সকল রোগীদের সঠিক চিকিৎসাসেবা দেয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পোষ্ট কোভিড ক্লিনিক চালু হয়েছে।
সুত্র মতে, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া ও কক্সবাজার জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ রফিক উস সালেহীনের তত্বাবধানে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু মোহাম্মদ শামশু উদ্দিনের নেতৃত্বে এই ক্লিনিক পরিচালিত হবে।
ডাঃ আবু মোহাম্মদ শামশু উদ্দিন জানান, সপ্তাহে মাত্র একদিন করোনা পরবর্তী উপসর্গে ভোগা রোগীদের চিকিৎসাসেবা দেয়া হবে। প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালের ৫ম তলায় মেডিসিন ওয়ার্ডে রোগীরা এই চিকিৎসাসেবা পাবেন। অফিস সময়ে জরুরী প্রয়োজনে রোগীরা দুইটি মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। নাম্বার দুইটি হল ০১৮৩৮ ৭৬৬৩৬৬ ও ০১৭১২ ২১৯৪৯৫।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/77439.php
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com