করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা শাহজাহান

আপডেট: নভেম্বর ১, ২০২০ ৫:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ভিশন ডটকম

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আজ রোববার (১ নভেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনা উপসর্গ নিয়ে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কোভিড টেস্টে রিপোর্ট পজিটিভ আসে।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে কক্সবাজার জেলার জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। এদের মধ্যে আছেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম, মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, জেলা আওয়ামা লীগ নেতা দৈনিক দৈনন্দিন সম্পাদক রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ১ কাউন্সিলর মাহাবুর রহমান চৌধুরী (মাবু), সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, সালাহ উদ্দিন সেতু, মহিলা কাউন্সিলর শাহেনা আকতার পাখি, ইয়াসমিন আক্তার প্রমূখ।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/77030

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com