মহেশখালীতে মাঝরাতে টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফারুক ইকবাল, মহেশখালী
কক্সবাজার ভিশন ডটকম
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়ার প্রধান সড়কে মধ্যরাতের সড়ক দুর্ঘটনায় সাগর নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী সাগর নিহত হন।
নিহত সাগর বড় মহেশখালীর মাহারাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
নিহত সাগরের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাগর মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীতমুখি টমটমের সাথে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।