বছর ঘুরে আমাদের জীবনে আসে অত্যন্ত আনন্দ ও খুশির দিন ঈদুল ফিতর। সারামাসের সিয়াম সাধনা শেষে সকল মুসলমান আনন্দে মেতে উঠেন প্রতিটি ঘরে ঘরে। ঈদের খুশিতে মানুষ দ্বন্দ্ব, হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন।
সেই খুশির ঈদে করোনাভাইরাস এসে সবকিছুই যেন নিরানন্দ করে দিয়েছে। তারপরও আমরা স্বপ্ন দেখি, করোনাভাইরাসের এই কঠিন অবস্থাতেও ঈদ সবার জীবনে বয়ে অনাবিল সুখ।
রামুর রশিদ নগর ইউনিয়নসহ রামুবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
আলহাজ্ব আব্দুল করিম
বিশিষ্ট সমাজ সেবক ও
সাবেক চেয়ারম্যান, রশিদ নগর ইউনিয়ন পরিষদ
রামু, কক্সবাজার।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/71683
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com