এবার বিজিবিকে হামলা করে মরলো দুই রোহিঙ্গা

আপডেট: নভেম্বর ১৭, ২০১৯ ২:১৪ অপরাহ্ণ

রোহিঙ্গা ডাকাতদলের ‘গোলাগুলি’, একজন নিহত ও দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি
কক্সবাজার ভিশন ডটকম

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গার নাম পরিচয় এখনও জানা যায়নি।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বেলা ১১টার সময় সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লে. কর্ণেল আলী হায়দার বলেন, চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়। এক সময় হামলাকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবাসহ দুইজনের মরদেহ পাওয়া যায়।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/62634.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com