এবার ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত সর্দার নিহত

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
কক্সবাজার ভিশন ডটকম
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান নামে এক রোহিঙ্গা ডাকাত সরদার নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মুছনী রোহিঙ্গা শিবিরের পাহাড়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, গুমসহ একাধিক মামলা রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।