‘বুলবুল’ মোকাবেলায় ২০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবী প্রস্তুত করলো সেনাবাহিনী

আপডেট: নভেম্বর ৮, ২০১৯ ১০:৩২ অপরাহ্ণ

‘বুলবুল’ মোকাবেলায় ২০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবী প্রস্তুত করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ভিশন ডটকম

ফুঁসে উঠছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বাতাসের গতিবেগ বৃদ্ধির পাশাপাশি উত্তাল হচ্ছে সাগরের পানি। প্রচন্ড বেগে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় রোহিঙ্গা শরণার্থীদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৮ নভেম্বর) রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সেনাবাহিনীর তত্বাবধানে অন্তত ২০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবক তৈরি রাখা হয়েছে।

‘বুলবুল’ মোকাবেলায় ২০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবী প্রস্তুত করলো সেনাবাহিনী

শুক্রবার কক্সবাজারে সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) শিবির গুলোতে দিনব্যাপী দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে সেনাবাহিনী ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি এনজিও এবং আইএনজিও গুলোর সাথেও মাঠ পর্যায়ে আপদকালীন সময়ের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/62457.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com