না ফেরার দেশে মঈন উদ্দীন খান বাদল

আপডেট: নভেম্বর ৭, ২০১৯ ১২:০১ অপরাহ্ণ

না ফেরার দেশে মঈন উদ্দীন খান বাদল

রাজনীতি ডেস্ক
কক্সবাজার ভিশন ডটকম

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠির নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় তিনি মৃত্যুবরণ করেন।

মঈন উদ্দীন খান বাদল জাসদের কার্যকারী সভাপতি ছিলেন। বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী সাতেলিতে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ আহমদ উল্লাহ খান এবং মাতা যতুমা খাতুন। সহধর্মিনীর নাম সেলিনা খান।

তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এছাড়া দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। সবশেষ একাদশ জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

তিনি বাদল দুই পুত্র এক কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বাদল মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশ মাতৃকার জন্য।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/62404.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com