মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প
কক্সবাজারের ডিসিসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা প্রদানে ঘুষগ্রহণ ও ঘুষের বিনিময়ে একজনের জমির টাকা অন্যজনকে দেয়ার অভিযোগ এনে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসারসহ ১৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত ২৫/২০১৯ নাম্বার ফৌজদারী দরখাস্তটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো. ফিরোজ খারিজ করে দিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করেছিলেন মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের ডা. আমান উল্লাহর ছেলে কেফায়েতুল ইসলাম।
তবে আদালত সূত্র জানিয়েছে, ফৌজদারি দরখাস্তটিতে তদন্ত করার মতো কোন উপাদান না থাকায় দরখাস্তটি বুধবার বিকালে খারিজ করা হয়েছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফৌজদারি দরখাস্তটিতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, তিনজন ভূমি হুকুম দখল কর্মকর্তা, একজন কানুনগো, ৪ জন সার্ভেয়ার এবং মনোয়ারা বেগম নামের এক নারীসহ ৬ জন মাতারবাড়ির অধিবাসীকে আসামি করা হয়েছিল।