ভিক্ষুক রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণকারি শাহজাহান গ্রেপ্তার

নুরুল হক
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
কক্সবাজার ভিশন ডটকম
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে এক রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ শাহজাহানকে (৩২) গ্রেপ্তার করেছে কক্সবাজারস্থ নবগঠিত ব্যাটালিয়ন র্যাব-১৫।
বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত শাহজাহান হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালি এলাকার নুরুল হুদার ছেলে।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই সময় র্যাবের একটি বিশেষ দল হ্নীলা রঙ্গীখালী এলাকায় ধর্ষণ মামলার আসামীর অবস্থানের গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-২২ এর বাসিন্দা এক কিশোরী হ্নীলার রঙ্গিখালি এলাকায় ভিক্ষা চাইতে গেলে ওই রোহিঙ্গা কিশোরী ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় ৩ অক্টোবর রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত একজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।