বিশেষ প্রতিবেদক
কক্সবাজার ভিশন ডটকম
সারাদেশের মতো কক্সবাজার জেলায়ও আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। তারপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তার পরপরই মাদ্রাসা গুলোতে ফল প্রকাশিত হয় এবং বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।
প্রাপ্ত তথ্য মতে, এবার কক্সবাজার জেলায় আলিম পরীক্ষায় পাসের হার ৯৩.২৭ শতাংশ। আলিমে এবার ২ হাজার ২২ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৮৮৬ জন ও অকৃতকার্য হয়েছেন ১৩৬ জন।
এবার জেলায় জিপি-৫ পেয়েছেন মাত্র ৩ জন পরীক্ষার্থী।
শিক্ষা অফিস সূত্র থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার জেলার মাদ্রাসা গুলোর মধ্যে হাশেমিয়া কামিল মাদ্রাসায় পাস করেছেন ৫৫ জন আর ফেল করেছেন ১২ জন।
ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় পাস করেছেন ১২৯ জন ও ফেল করেছেন ১ জন।
কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় পাস করেছেন ১৩৮ জন আর ফেল করেছেন ১৩ জন।
মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ায় পাস করেছেন ১৮ জন ও ফেল করেছেন ৩ জন।
ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসায় পাস করেছেন ১৯ জন।
তেতৈয়া তাফহিমুল কোরআন আলিম মাদ্রাসায় পাস করেছেন ৬১ জন ও ফেল করেছেন ১২ জন।
আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ১৩৪ জন ও ফেল করেছেন ১৫ জন।
ছুরুতিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩৭ জন ও ফেল করেছেন ১৩ জন।
মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ১৩ জন ও ফেল করেছেন ৫ জন।
গর্জনিয়া ফয়জুল উলুম আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩৪ জন ও ফেল করেছেন একজন।
গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩৮ জন।
রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ১৪২ জন ও ফেল ৪ জন।
ফারিরবিল মিনহাজুল কোরআন আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩৯ জন।
রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৫১ জন। এই মাদ্রাসায় কেউ ফেল করেননি।
চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ২৩০ জন ও ফেল ১১ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ জন।
বদরখালী মহিউচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৯৪ জন ও ফেল করেছেন ৪ জন।
পহরচাঁদা ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৪২ জন ও ফেল করেছেন একজন।
আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৯৫ জন ও ফেল ৬ জন।
খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৩৫ জন ও ফেল একজন।
আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৪০ জন ও ফেল ৩ জন।
হযরত ফাতিমা (রহ.) বালিকা আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩৬ জন ও ফেল একজন।
ধুরুং ছামাদিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৫ জন ও ফেল একজন।
বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৪৫ জন ও ফেল ২ জন।
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৩৮ জন ও ফেল একজন।
মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৪৪ জন ও ফেল ৪ জন।
কালারমারছড়া মঈনুল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩৯ জন। এই মাদ্রাসায়ও কেউ ফেল করেননি।
মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ২১ জন ও ফেল একজন।
শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ২৭ জন ও ফেল ৫ জন।
হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩২ জন ও ফেল ২ জন।
হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৪৯ জন ও ফেল ২ জন।
রঙ্গীখালী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৫৬ জন ও ফেল ৬ জন।
রাজাখালী বদরুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৪০ জন ও ফেল ৩ জন।
মৌলভী বাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পাস করেছেন ২৪ জন ও ফেল ২ জন।
ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাস করেছেন ৩২ জন ও ফেল করেছেন ৩ জন।
মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসায় পাস করেছেন ৩০ জন। এই মাদ্রাসায়ও সকলে পাস করেছেন।
উজানটিয়া এ.এস আলিম মাদ্রাসায় পাশ করেছেন ১৩ জনের মধ্যে সকলেই পাস করেছেন।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/59940.php
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com