রোহিঙ্গা ক্যাম্পে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বড় ভাই নিহত

কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বড় ভাই অছি উল্লাহ (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাতে কক্সবাজার সদর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, নিহত অছি উল্লাহ ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর থেকে তিনি টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরে বসবাস করছিলেন।
এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা শিবিরে গিয়ে আব্দুল বাসেতকে (১৪) অস্ত্রের মুখে জিম্মি করে একদল সন্ত্রাসী।
এ সময় তারা বাসেতকে নিয়ে যেতে চাইলে বড় ভাই অছি উল্লাহ বাধা দেন। এতে সন্ত্রাসীরা অছি উল্লাহকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পরে রোহিঙ্গারা গুলিবিদ্ধ অছি উল্লাহকে উদ্ধার করে মুচনী গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার ভোর রাতে চট্টগ্রামে নেয়ার পথে মারা যান তিনি।
তার লাশটি ময়নাতদন্ত শেষে রোহিঙ্গা শিবিরে আনা হবে বলে জানান তিনি।
টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, নিহত রোহিঙ্গা নাগরিক অছি উল্লাহ টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের ১১ নম্বর রুমের মো. লালুর ছেলে।