বদরমোকাম সমাজ কমিটির যাত্রা, সভাপতি টাইডেল

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদ সংলগ্ন বদরমোকাম সমাজ কমিটি গঠিত হয়েছে। দুই সদস্যের কমিটিতে ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেলকে সভাপতি ও আবদুল হান্নান সাউদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সূত্র মতে, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামি একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করবেন।
গত শুক্রবার বাদ জুমা বদরমোকাম এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।