কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের ১০৮টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই ৬৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কায়সারুল হক জুয়েল ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হচ্ছেন ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী নুরুল আবছার। তারপরেই রয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম আকবর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
বেসরকারি এই ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ২১ হাজার ৭৩৪ ভোট, আনারস প্রতীক পেয়েছে ১২ হাজার ৮৯ ভোট ও ঘোড়া প্রতীক পেয়েছে ১৫ হাজার ৫৩৮ ভোট।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/56317
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com