সদ্য কারামুক্ত পেকুয়া প্রেস ক্লাব সভাপতি ছফওয়ানুল করিম ও সাবেক পেকুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকিক মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পেকুয়া এসএ ড্রীম ফান্ডেশন।
বুধবার বিকেলে পেকুয়া প্রেসক্লাবে এসে তারা এই শুভেচ্ছা জানান।
ওই সময় ড্রীম ফাউন্ডেশনের সভাপতি হিরন, সাধারণ সম্পাদক জুনাইদ, সহসভাপতি রিদুয়ান, সহসভাপতি হৃদয়, সাংগঠনিক সম্পাদক এহেছান, সহ-সাংগঠনিক এরফান, প্রচার সম্পাদক হাছান, নির্বাহী সদস্য আপেল উপস্থিত ছিলেন।
এছাড়াও রায়হান, ফরহান, সাঈদী, মোবারক, আরফি হোসেন প্রমুখও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পেকুয়া প্রেস ক্লাব সভাপতি ছফওয়ানুল করিম ও ছাত্রদল নেতা আকিক মামুন ৫২ দিন কারাভোগ শেষে এলাকায় আসায় তাদে ফুল দিয়ে বরণ করা হয়।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/55697.php
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com