দুই বছরে কুরআনে হাফেজ কুতুবদিয়ার জুনাইদ

আপডেট: মার্চ ৪, ২০১৯ ১০:৪৩ অপরাহ্ণ

দুই বছরে কুরআনে হাফেজ কুতুবদিয়ার জুনাইদ

মাত্র দুই বছরে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্ত করে উপজেলায় কৃতিত্ব অর্জন করেছে হাফেজ আরিফুল ইসলাম জুনাইদ। সে বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল গ্রামের করিম উদ্দিন ও মমতাজ বেগমের ছেলে।

মাত্র আট বছর বয়সে হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষক হাফেজ আমানত উল্লাহ ও হাফেজ মনিরুল্লাহর পরিচর্যায় দুই বছরে সম্পূর্ণ কোরআন মুখস্ত করে খুদে হাফেজ।

তার বাবা করিম উদ্দিন জানান, মায়ের ইচ্ছা পূরণ করতেই সন্তানকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেছিলাম। তার আগে আরিফুল ইসলাম নূরানিয়া প্রথম শ্রেণিতে পড়াবস্থায় দু’টি বৃত্তি লাভ করে।

ভবিষ্যতে সে যেন একজন মেধাবী আলেম হয়ে ইসলামের শান্তির বাণী মানুষের কাছে পৌঁছাতে পারে, এমন দোয়াই চেয়েছেন এই শিশু হাফেজের বাবা-মা।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/54882.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com