ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইমন (১৩) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের একটি জমির পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমন ওই গ্রামের রবিউল্লা মিয়ার ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৩০) ময়মনসিংহের নান্দাইল উপজেলার জমির উদ্দিনের ছেলে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে ক্রিকেট খেলার জন্য বাড়ির পাশে জমিতে মাঠ তৈরি করছিল ইমন ও তার বন্ধুরা। শনিবার সকালে সেই মাঠে খেলার কথা ছিল তাদের। মাঠ তৈরির সময় ইমনকে তার দুলাভাই রফিকুল ডেকে নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে সকালে একটি জমিতে ইমনের মরদেহ পড়ে থাকেত দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে ইমনের বোন মনিরার সঙ্গে তার স্বামী রফিকুলের কলহ চলছিল। ধারণা করা হচ্ছে- এই কলহের জেরেই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে রফিকুল। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
Source URL: https://www.coxsbazarvision.com/archives/54646
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com