কক্সবাজার সদরে এবার মনোনয়নপত্র কিনলেন রুহুল আমিন ও ইমরুল রাশেদ

আপডেট: মার্চ ২, ২০১৯ ১২:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরে এবার মনোনয়নপত্র কিনলেন রুহুল আমিন ও ইমরুল রাশেদ

:: মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের পূণ:তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও নির্বাচনী অফিস সবসময় খোলা থাকার সুবাদে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার (১ মার্চ) চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাইমুন সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জমিদার শামশুল হক সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের ছেলে ইমরুল রাশেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

একইদিন খুরুস্কুলের কামাল উদ্দিন কামাল ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিষয়টি কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসের প্রধান সহকারী মাহবুবুল আলম কক্সবাজার ভিশন ডটকমকে নিশ্চিত করেছেন।

এনিয়ে দুইদিনে মোট ৫ জন আগ্রহী প্রার্থী পূণ: তফসিলের পর চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। ফরম সংগ্রহকারি অন্য তিনজন হলেন কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য, সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান চৌধুরী লুতু মিয়ার ছেলে সোহেল জাহান চৌধুরী।

তাছাড়া পূর্বের তফশীলের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েল এবং ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের আলী আকবরের ছেলে সেলিম আকবর ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেছেন।

পূণ: তফসিল অনুযায়ী আগামি ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৬ মার্চ বাছাই ও ৩১ মার্চ কক্সবাজার সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/54609

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com