ইয়াবার প্রথম চালান দিতে গিয়েই ধরা পড়লেন বেলাল

আপডেট: জুলাই ২৯, ২০১৮ ৬:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ-সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

নিজের ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছে সিএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন।
ওসি মোহাম্মদ মহসিন স্ট্যাটাসে বলেন, শুক্রবার দিনগত রাতে নগরের স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে থেকে মোহাম্মদ বেলাল (২৯) ও আবুল বশন (৩৫) নামের দুই ব্যক্তিকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই দুই ব্যক্তির মধ্যে বেলাল রামু এলাকার কাউয়ারকুপ জামে মসজিদের মুয়াজ্জিন ও আবুল বশর রামু হেদায়েতুল উলুম হেফজখানার শিক্ষক।
গ্রেফতারের পর তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবে স্বীকার করেছেন, কমিশনের মাধ্যমে ইয়াবা বহন করছেন। প্রতি হাজার ইয়াবার জন্য তারা ১১ হাজার টাকা করে কমিশন পান।
তিনি আরও উল্লেখ করেন, বশর দীর্ঘদিন থেকে ইয়াবা পাচারের জড়িত থাকলেও বেলাল প্রথম চালান নিয়ে এসেই গ্রেফতার হন। দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/42944.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com