বাড়ি ফেরা হলো না প্রেমিক-প্রেমিকার

আপডেট: জুলাই ২৫, ২০১৮ ১২:০৯ পূর্বাহ্ণ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় ফাহিম ও রিতা নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও রিতা রংপুর সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা একে-অপরের দূর-সম্পর্কের চাচাতো-জেঠাতো ভাই-বোন এবং প্রেমিক যুগল।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ফাহিম ও রিতা মোটরসাইকেলযোগে ফুলবাড়ি থেকে রংপুরে যাচ্ছিল। মিঠাপুকুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুল আলম বলেন, নিহত ফাহিম রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের ছেলে এবং রিতা একই এলাকার ফাহিমের প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে। তারা দূর-সম্পর্কের চাচাতো-জেঠাতো ভাই-বোন এবং প্রেমিক যুগল। ফুলবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত দুইজনের মরদেহ মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/42713.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com