শহরে স্কুলছাত্রীর মৃতদেহ, আটক ৫ সন্দেহভাজন

আপডেট: জুলাই ১৭, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ

শহরে স্কুলছাত্রীর মৃতদেহ, আটক ৫ সন্দেহভাজন

শহরে স্কুলছাত্রীর মৃতদেহ, আটক ৫ সন্দেহভাজন

কক্সবাজার শহরের এসএমপাড়া থেকে নিশাত মনি লিজা (১৪) নামে সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুলাই) রাত পৌণে ১০টার দিকে শহরের পশ্চিম এসএমপাড়া থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় সন্দেহভাজন ৫ যুবককে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

নিহত লিজা এসএমপাড়ার মো. জাফর আলমের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানিয়েছেন, নিজের খালার বাসায় থেকে পড়ালেখা করতো লিজা। কিন্তু রাতে খালা বাইরে থেকে এসে অনেক ডাকাডাকির পরও লিজা দরজা না খোলায় দরজা ভেঙে ফেলা হয়। দরজা খুলে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে লিজা।

সূত্র মতে, তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য আছে বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আপন হোসেন মানিক সাংবাদিকদের জানান, মৃতদেহ নিয়ে কয়েকজন যুবক আসেন। চিকিৎসক ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বিষয়টি রহস্যজনক হওয়ায় ওই ৫ যুবককে আটক করেছি।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/42347

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com