ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

আপডেট: জুলাই ৩, ২০১৮ ১:৫৫ পূর্বাহ্ণ


বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, দেশে উন্নয়নের যেমন জোয়ার চলছে, তেমনি নৌকার বিজয়ের জোয়ারও চলছে। কক্সবাজারেও এখন অতীতের মতো বিদ্রোহী প্রার্থী নেই। সবাই চেষ্টা করলে নৌকার প্রার্থীকে জিতিয়ে আনা সহজ হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান। সোমবার বিকেলে হোটেল কক্স টুডের হলরুমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা শামীম এসব কথা বলেন। বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান, এডভোকেট একে আহম্মদ হোসেন, অধ্যাপক মোহাম্মদ আলী, সালাহ উদ্দিন আহম্মদ সিআইপি, নজরুল ইসলাম চৌধুরী, আবদুর রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি এড: নুরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট রনজিত দাশ, রাসেদুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান, চকরিয়া আওয়ামীলীগ সভাপতি জাফর আলম, রামু আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি রহিম উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনচারী, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হামিদা তাহের, যুব মহিলালীগ সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, ছাত্রলীগ সাধারন সম্পাদক মোর্শেদ হোসেন তানিম, পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, ৩নং ওয়ার্ড সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক জানে আলম পুতু, ৪নং ওয়ার্ডের আবছার কামাল, ৫নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং সভাপতি দুলাল দাশ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভূট্টো, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর আহম্মদ, সাধারন সম্পাদক দীপক দাশ, ১১নং থেকে আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম দানু, সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ আহম্মদ বাবু প্রমুখ। পৌর ওয়ার্ড সভাপতি- সম্পাদকরা তাদের বক্তব্যে কেন্দ্র ভিত্তিক ভোটের চিত্র তুলে ধরেন।
এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Source URL: https://www.coxsbazarvision.com/archives/41912.php

সম্পাদক ও প্রকাশক : আনছার হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার ভিশন
হোটেল নিরিবিলি (নিচতলা), কক্ষ নং- ১০৪, শহীদ সরণী, কক্সবাজার
মোবাইল: ০১৬১৮-৮০০১০০, ০১৯১৮-৮০০১০০ । ইমেইল: coxsbazarvision@gmail.com, ansar.cox@gmail.com